রফিকুর রশীদ

রফিকুর রশীদ

রফিকুর রশীদ জন্মগ্রহণ করেন ১৯৫৭ সালের ২৭ সেপ্টেম্বর, মেহেরপুরে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষে ১৯৮৩ সালে সিলেটের এক চা-বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে শুরুহয় তার কর্মজীবন। মন টেকে না চা-বাগানে। অচিরেই যোগ দেন কলেজ শিক্ষকতায়। এখনও আছেন সেই প্রিয় পেশাতেই, মেহেরপুরের গাংনী কলেজে। একান্ত নিভৃতে কাব্যচর্চা দিয়ে লেখালেখির সুত্রপাত হলেও সত্তর দশকের শেষভাগে পত্র পত্রিকায় গল্প লিখেই রফিকুর রশীদের আত্মপ্রকাশ সাহিত্যজগতে। প্রথম গল্পটি লেখেন ছোটদের জন্যে। তারপর দেশের প্রায় সকল উল্লেখযোগ্য কাগজে বিরামহীন লিখে চলেছেন গল্প আর গল্প, সঙ্গে উপন্যাসও। ছোটদের বড়দের সকলের জন্যে। জীবনের সামান্য ঘটনাও শৈল্পিক বর্ণনা এবং বুনুন নৈপুন্যের কারণে তাঁর গল্পে অসামান্য মর্যাদা লাভ করে। চরিত্র চিত্রণ ও বর্ণনার বিশ্বস্ততাই কথাশিল্পী হিসেবে তাকে এনে দিয়েছে বিশিষ্টতা। ছোটদের জন্যে লেখা গল্প এবং উপন্যাসে রফিকুর রশীদ এনেছেন বিপুল বিষয়বৈচিত্র্য। প্রিয় প্রসঙ্গ মুক্তিযুদ্ধ তো আছেই, বিপুল উৎসাহ-উদ্দীপনা-কৌতুহলে ভরা, বিচিত্র বর্ণে বর্ণিল ছোটদের নিজস্ব। ভুবনের আলোচনা উপস্থাপন ঘটে চলেছে তাঁর লেখা শিশু ও কিশোর সাহিত্যে। বাংলাদেশ শিশু একাডেমী থেকে মুক্তিযুদ্ধভিত্তিক গল্পগ্রন্থ ‘প্রভাতফেরি’ প্রকাশের পর শিশুসাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে রফিকুর রশীদ অর্জন করেন এম. নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার এবং কাজী কাদের নওয়াজ শিশুসাহিত্য সম্মাননা।

রফিকুর রশীদ এর বই সমূহ

Showing 1 to 27 of 27

View

Sort icon


Previous1Next